সোনাগাজীতে ছাত্রলীগ নেতা হত্যা চেষ্টা মামলায় আ'লীগ নেতার ছেলে গ্রেফতার
প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৭:৫০
সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শাকিল খানকে গলা কেটে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতার ছেলে মহি উদ্দিন মহিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে ফেনী শহরের ট্র্যাংক রোড় থেকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করে। ফাহিম সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের ছেলে।গত ২০ এপ্রিল রাতে নবাবপুর ইউনিয়নের বন্দর মার্কেট এলাকায় উপজেলা যুবলীগের সহসভাপতি ওমর ফারক রুবেলের সমর্থকদের সাথে মহি উদ্দিন মহিমের সমর্থকদের সংঘর্ষ হয়। ঘটনা শুনে রুবেল তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম খান শাকিলের পক্ষ হয়ে নাজিরপুর থেকে বন্দর মার্কেট এলাকায় গিয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা শাকিলকে গলাকেটে হত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।ওই ঘটনায় শাকিল বাদি হয়ে যুবলীগ নেতা মহিউদ্দিন মহিমকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।যুবলীগ নেতা রুবেল জানান, মামলা ছাড়াও মহিমের বিরুদ্ধে এলাকায় একাধিক সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।তবে ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মহিমকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে এলাকায় কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা তৎপর রয়েছেন।