বাগেরহাটের ফকিরহাটে কৃষি বিভাগের ব্যতিক্রমধর্মী উদ্যোগের ফলে কৃষকদের বাড়ির আঙ্গিনায় গড়ে উঠেছে বিষমুক্ত সবজি খামার। এতদিনে ঘরের পাশের যে জমি পতিত অবস্থায় পড়ে ছিল এখন সেখানে চোখ জুড়ানো সবুজ ফসল। কৃষি বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে চাষিরা বলছেন, ঘরের পাশের এই ফসল শুধু পরিবারের বিষমুক্ত সবজির চাহিদাই পূরণ করবে না, এটা তাদের মনের তৃপ্তিও যোগাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটুকু জমিও ফাঁকা থাকবে না’ এমন নির্দেশনা বাস্তবায়নে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাতের এই উদ্যোগ সারা দেশের মধ্যে প্রথম বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর।সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কের কারণে কৃষকরা অলস সময় কাটানো শুরু করলে কৃষকদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে গত ১ এপ্রিল থেকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে তাদের হাতে বিভিন্ন প্রকার সবজি বীজ তুলে দেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত। বিনামূল্যে এই সবজি বীজ পেয়ে কৃষকরা খুশি হয়ে তাদের ঘরের আঙ্গিনায় সঠিক দূরত্ব বাজায় রেখে মাস্ক ব্যবহার করে এই বীজ বপন করে। সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এই বীজ থেকে সহজে চারা গজায়। যা এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।