টেস্ট র্যাংকিংয়ে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ। শুক্রবার তিন ফরম্যাটের র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা ঘোষণা করে আইসিসি। সেখানে টেস্ট র্যাংকিং তালিকায় পুচকে আফগানদের নীচে অবস্থান করছে ২০০০ সাল থেকে টেস্ট খেলতে থাকা বাংলাদেশ।
২০১৭ সালের ২২ জুন আয়ারল্যান্ডের সাথে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান। এরপর ৪টি টেস্ট খেলে তারা। ২টিতে জয় ও ২টি হারের স্বাদ নেয় আফগানিস্তান। দু’টি জয় এসেছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে।
গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে জয়টি আফগানিস্তানকে টেস্ট র্যাংকিংয়ে নবমস্থানে তুলে দিলো। দশম স্থানে নেমে গেল বাংলাদেশ।
তবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের রেটিংয়ের ব্যবধানটা খুব বেশি নয়। আফগানিস্তানের রেটিং ৫৭ ও বাংলাদেশের রেটিং ৫৫। ভারতকে সরিয়ে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নিলো অস্ট্রেলিয়া।