করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাপড়ের মাস্ক ব্যবহার সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ বলে জানিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসক ড. দেবী শেঠি। ডা. দেবী শেঠি বলেন, যখন আমি অপারেশন করি তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই; যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার কেন এই সার্জিক্যাল মাস্ক পরছেন?বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, আপানি আমাদের ডাক্তার, নার্স প্যারামেডিকস- যারা করোনার রোগীদের সেবা দিচ্ছেন তাদের মাস্কগুলো পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?তিনি বলেন, এই মাস্ক মাত্র ছয়ঘণ্টা পরে থাকা যায়; এরপর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটা স্পর্শ করতে পারে; এ থেকে সে সংক্রমিত হতে পারে।