১৪ এপ্রিল পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার সীমিত রাখার নির্দেশ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ২১:২৬
নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সতর্কতা স্বরূপ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত হেলিকপ্টার চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুধু কর্পোরেট, মেডিক্যাল, ত্রাণ বিতরণসহ মানবিক প্রয়োজনীয় ফ্লাইটগুলো পরিচালনা করতে অপারেটরদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।