লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের এএসআই নিহার রঞ্জনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।এর আগে শনিবার (২৮ মার্চ) খাদ্যপণ্যবাহী একটি রিকশাচালককে মারধর এবং স্থানীয় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অভিযোগেই তাকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।জানা যায়, শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বোঝায় একটি রিকশা জেলা শহরের শাখারীপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ট্রাফিক পুলিশের এএসআই নিহার রঞ্জন মোটরসাইকেলে এসে রিকশাটির গতিরোধ করেন এবং চালকের কলার চেপে মারধর শুরু করেন। এ সময় একটি বেসরকারি টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রিকশা চালককে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে এএসআই ওই সাংবাদিকের ওপরে চড়াও হন এবং গালমন্দ করেন। বিষয়টি জানতে পেরে এএসআই নিহার রঞ্জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার। এছাড়াও কোনও পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানি না করার জন্য জেলার পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।এ ঘটনায় পুলিশ সুপারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন।