ক্রিকেটারদের মহৎ উদ্যোগ : তিনজনকে বিশেষ ধন্যবাদ মাশরাফির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১৪:৪৮

আগেই জানা, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা দান করে দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ১৭ জনের সঙ্গে আরও ১০ জাতীয় ক্রিকেটারও আছেন সেই দলে। মোট ২৭ ক্রিকেটার মিলে ৩০ লাখ ১৫ হাজার টাকা করোনা ফান্ডে দান করেছেন। সেই তালিকায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজাও। দেশের ক্রিকেটের এ প্রবাদপ্রতিম চরিত্র এখন জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি ২০২০ সালের জন্য বোর্ড যে ১৭ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে, তাতেও তিনি নেই। অধিনায়কত্ব ছাড়ার আগেই বোর্ডে চিঠি দিয়ে নিজেকে চুক্তির বাইরে রাখতে বলেছেন মাশরাফি। তবুও যে ২৭ জাতীয় ক্রিকেটার করোনা ফান্ডে অর্থ দিয়েছেন মাশরাফি আছেন সেখানে। নড়াইল এক্সপ্রেস দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজে অর্থ দিলেও কোথাও তা প্রকাশ করেননি জাতীয় দলের এ সফলতম অধিনায়ক। উল্টো টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে এ মহৎ উদ্যোগ নেয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১ মাস, ৩ সপ্তাহ আগে

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us