আধিপত্য বিস্তার নিয়ে এবার ভাঙনের মুখে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। দলের পাল্টাপাল্টি বহিস্কার আর অস্থিরতা ঠেকাতে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েও সংকট দূর করতে পারছেন না দলটির শীর্ষ নেতারা। বরং নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে তিক্ততা আরও বাড়ছে। এ কমিটির পদবঞ্চিতরা আগামীকাল শনিবার বর্ধিত সভা আহ্বান করেছেন। এ সভা থেকে কোনো সমাধান না এলে পাল্টা কমিটি গঠনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। দলের অভ্যন্তরে অস্থিরতা আর বিশৃঙ্খলায় হতাশ ও ক্ষুব্ধ গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গত ৪ মার্চ কেন্দ্রীয় কমিটি ভেঙে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন। নতুন এ কমিটিতেও ড. কামাল হোসেনকে সভাপতি এবং ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।