ঠিক কোন অপরাধে শাস্তি পাচ্ছি, প্রশ্ন রাব্বানীর

এনটিভি প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ০৮:১০

অভিযোগ খণ্ডনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন ছাত্রলীগের অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ গোলাম রাব্বানী। তিনি বলেছেন, ‘ফাঁসির আসামিও তো শেষ ইচ্ছে প্রকাশের সুযোগ পায়! অথচ, এখনো জানতে পারলাম নাহ, ঠিক কোন অপরাধে শাস্তি পাচ্ছি, প্রাণপ্রিয় নেত্রীর স্নেহছায়া বঞ্চিত হচ্ছি!’ গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাব্বানী এসব কথা লিখেন। তাঁর স্ট্যাটাস হুবহু নিচে দেওয়া হলো : “সঙ্গত কারণেই বিষয়গুলো পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছি... ১১ সেপ্টেম্বর, ২০১৯, সন্ধ্যায় আমাদের (আমি ও শোভন) ডাকা হলো। ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত তিন অগ্রজ উপস্থিত ছিলেন। (বাহাউদ্দিন নাসিম ভাই ছিলেন না)। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নেত্রী অসন্তুষ্ট, আমাদের পদত্যাগপত্র লিখতে বলা হলো। আমি বললাম, শুধু পদ নয়, আপার জন্য জান হাজির! নেত্রী চাইলে আমরা এই মুহুর্তে পদত্যাগ করবো। তবে আমরা নেত্রীর সাথে দেখা করে ২ মিনিট কথা বলার সুযোগ চাই। যে সকল অভিযোগ মিডিয়া ও বিভিন্ন মারফতে শুনছি, সেগুলো অতিরঞ্জিত, অধিকাংশই ভিত্তিহীন ও মনগড়া। আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু আমাদের অবশ্যই প্রাপ্য। তাঁরা বললেন, তোমাদের বক্তব্য চিঠি আকারে লিখে দাও, আমরা আপাকে দেখাবো। আর আপা এখন দেখা করবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us