পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘পদ্মা সেতুর রেললাইনের সঙ্গে শরীয়তপুরকেও সংযুক্ত করা হবে। পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের সঙ্গে শরীয়তপুরের চার লেন সড়ক নির্মাণের কাজ খুব শিগগির শুরু করা হবে। এ সরকারের আমলেই ইনশাআল্লাহ মেঘনা সেতুরও উদ্বোধন করা হবে।’ আজ শুক্রবার দুপুরে নড়িয়া-জাজিরা সড়কের নড়িয়া পৌরসভা বাজার অংশের ৩৯০ মিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পানিসম্পদ উপমন্ত্রী এ এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, ‘পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালে পদ্মার ভাঙনে পাঁচ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। গত বছর পদ্মা নদীর ভাঙন আমরা ঠেকাতে পেরেছি। বর্ষা মৌসুমের শেষের