করোনার থাবা রাজ্যের পোলট্রি ব্যবসায়, ক্ষতি ₹৩০০ কোটি!
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৮
kolkata news: প্রাণঘাতী করোনাভাইরাসকে কেন্দ্র করে নানাবিধ খবর ছড়াচ্ছে নেটদুনিয়ায়। যার অধিকাংশই ভিত্তিহীন। নেহাতই গুজব। কিন্তু, সেই গুজবই গিলছেন আমআদমি। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছড়িয়েছেন, ব্রয়লার মুরগি থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে। কিছু ভুয়ো ভিডিয়োয় দেওয়া হয়েছে। যা দেখে সাধারণ মানুষ অযথা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। নিজে আতঙ্কিত হয়ে, অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন গুজব শেয়ার করে।