এডিস মশা যেন ভোট খেয়ে না ফেলে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে নবনির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নগরীর উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নবনির্বাচিত দুই মেয়রকে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে নবনির্বাচিত দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে শপথ পাঠ করান তিনি। আর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।