পদ্মা সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

আমাদের সময় প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫

পদ্মা সেতুর ওপর বসেছে ২৫তম স্প্যান। গতকাল ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর বসানো হয়। আর এর মধ্যদিয়ে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ৩ হাজার ৭৫০ মিটার। ২৪তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৫তম স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নং পিলারের কাছে নিয়ে আসা হয়। এরপর স্প্যানটিকে পিলারে ওপরে স্থাপনের কার্যক্রম শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটের সময় ২৯/৩০ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১১ তারিখে ৩০/৩১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৪ নম্বর স্প্যানটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us