চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে টাকার অভাব নেই : অর্থমন্ত্রী
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২
নভেল করোনাভাইরাস আক্রান্ত চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এক প্রশ্নের জবাবে অর্থ সংকট না থাকার কথা জানান অর্থমন্ত্রী। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।’ তিনি আরও বলেন, ‘আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নেই।’ এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাব আমাদের নেই। অভাব থাকার কথাও নয়। সুতরাং এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’