মুন্সীগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরি ও শিল্প-কারখানার বর্জ্যে ধলেশ্বরী নদী দূষণ ও দখলের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘ধলেশ্বরী নদী বাঁচাও’ স্লোগানে দুই দিনের প্রতিবাদী আন্দোলনে নেমেছেন মুন্সীগঞ্জের নাগরিকরা। আজ শনিবার মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের উদ্যোগে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিকেল ৪টায় ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় নাট্যকা