আগামী তিন দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা পোস্টারমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। রোববার বিকেলে বনানীতে তার নির্বাচনী কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আতিকুল ইসলাম বলেন, আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি পোস্টার মুক্ত করা হবে। আগামীকাল-পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইক্লিং করা হবে। যারা পোস্টার পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ, কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইক্রিং করবো। নবনির্বাচিত এই মেয়র বলেন, গত ৯ মাস অনুশীলন করেছি। আপনাদের কাছে একটি সুযোগ চেয়েছিলাম। নগরবাসী আমাকে সেই সুযোগ দিয়েছেন।