সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী হরতাল পালনের পর বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তার দুই পাশে দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বসা ছিলেন। মির্জা ফখরুল বলেন, ভোট কারচুপির তথ্য-উপাত্ত নিয়ে দুই মেয়রপ্রার্থী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। মির্জা ফখরুল দাবি করেন, এই নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটা একটা তামাশা।