গুপ্তচরবৃত্তির ভুয়া অভিযোগে ‘জীবন’ শেষ তুখোড় ভারতীয় বিজ্ঞানীর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১১:৩৩
নামবি নারায়ণান ছিলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন প্রকল্পের প্রধান। তুখোড় মেধাবী বিজ্ঞানী ছিলেন তিনি। কিন্তু গুপ্তচরবৃত্তির একটি অভিযোগ ২৫ বছর আগে তাঁর জীবন পাল্টে দেয়। দেশের কাছে তিনি ‘বিশ্বাসঘাতকে’ পরিণত হন। সেই অভিযোগ পরে ভুয়া প্রমাণিত হলেও আর আগের জায়গায় ফিরে যেতে পারেননি নামবি।