নব্বইয়ের দশক বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ। ১০০-এর কাছাকাছি প্রতি বছর সিনেমা মুক্তি দেয়ার ইতিহাস রচিত হয়েছিল এই দশকে। ২০০০ সালের পর থেকেই শুরু হয় বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার যুগ। সে সময় ছবি মুক্তির পরিমাণ কমে গেল। ১৯৯৭-২০০৭ পর্যন্ত অশ্লীলতা যুগকে দিক নির্দেশনা দিয়েছে।