‘তাবিথের প্রচারে হামলা পূর্বপরিকল্পিত ও কাপুরুষোচিত’
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৭:৫০
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলায় গভীর উদ্বেগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাবিথ আউয়ালের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারে সন্ত্রাসীদের হামলা পূর্বপরিকল্পিত ও কাপুরুষোচিত।’ আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। সকাল ১১টার দিকে রাজধানীর গাবতলীর আনন্দনগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় তাবিথসহ বেশ কয়েকজন আহত হন। বিবৃতিতে বলা হয়, ‘তাবিথ আউয়াল শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় ঠেলাগা