বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে খেলেছেন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টি-২০ টুর্নামেন্টে ফাইনালে খেলার স্বাদ পেয়েছেন। প্রথম তিনজন আবার বিপিএল শিরোপা জয়ের গৌরবও অর্জন করেছেন। সিনিয়রদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই বিপিএল ফাইনাল, বিপিএল ট্রফির নাগাল পাননি। বঙ্গবন্ধু বিপিএলে আপাতত একটি অপূর্ণতা ঘুচিয়ে ফেলেছেন মুশফিক। সপ্তমবারের চেষ্টায় অধরা ফাইনালের দেখা পেলেন তিনি। এই আসরে খুলনা টাইগার্সের হয়ে প্রথমবার বিপিএলের ফাইনালে উঠেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। দলটির নেতৃত্বও দিয়েছেন। শুধু নেতৃত্ব নয় ব্যাট হাতেও দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে মুশফিকের। যা তাকে এনে দিয়েছে নতুন অর্জনের হাতছানি। মুশফিকের অপেক্ষা এখন ৭ রানের। আগামীকাল ফাইনালে ৭ রান করলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। বিপিএলের ইতিহাসে এক আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডটা তামিম ইকবালের দখলে। ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে ১৩ ম্যাচে ৪৭৬ রান করেছিলেন তামিম। সেবার ৬টি হাফ সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার।