বিশ্বজুড়েই উদ্যান ও বাগানে গাছটির দেখা পাওয়া যায়। নাম গিঙ্কগো বাইলোবা। শরতে এর পাতাগুলো আকর্ষণীয় হলুদ বর্ণ ধারণ করে। গাছগুলোর একেকটি বেঁচে থাকে এক হাজার বছরের বেশি সময়। বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা গাছটির এই দীর্ঘায়ুর রহস্য জানতে পেরেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের একদল বিজ্ঞানী এই গবেষণা করেছেন।