মাশরাফি মুর্তজা বিদায় নেওয়ার পথে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদও খুব বেশি দিন নেই, হয়তো আর বছর চারেক। তাদের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। এর বাইরেও দারুণ সম্ভাবনাময় অনেক ক্রিকেটার রয়েছেন, যারা সাকিব-তামিমদের উত্তরসূরি হয়ে উঠতে পারেন। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন দশকে তাদের অনেকেই হয়ে উঠতে পারেন তারকা। ভবিষ্যতের সম্ভাব্য তারকাদের নিয়েই সমকাল ক্রীড়া বিভাগের এই বিশ্নেষণ...ব্যাটসম্যাননাজমুল হোসেন শান্ত২১ বছর বয়সী এ টপ অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে অনেক আশা বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যই এর কারণ। তার পেছনে বিসিবির বিনিয়োগও অনেক। লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা হচ্ছে তাকে।