শিক্ষার মান নিয়ে ইদানীং বেশ কথা হচ্ছে। মানের নিম্নসূচকের কথা বলে হতাশা প্রকাশ করছেন টকশোতে আসা বিশিষ্টজনেরা। পত্রিকায় লেখা হচ্ছে। নানা বক্তৃতায়ও হতাশা প্রকাশ করছেন অনেকে। মান যে নেমে যাচ্ছে তা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে আমরা লক্ষ করি। এ কারণে একজন শিক্ষক হিসেবে নিজেকেও অপরাধী করি বারবার। শিক্ষার অধোগতির ধারা চলছে অনেক দিন থেকে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকর্মীদের অনেকের দায়িত্বশীলতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক লেখা কাগজে প্রকাশ করে অনেকের বিরাগভাজন হয়েছি।