বিজয়ের মাস ডিসেম্বর এবং এর সঙ্গে ২০১৯ সাল নামক বছরটিও সমাপ্তির পথে। বহু অঘটন- ঘটন-পটীয়সী এই বছরটির শেষ প্রান্তে এসে আমরা অধুনা নিষ্ফ্ক্রিয় বলে অনুমিত জামায়াতে ইসলামীকে দেখলাম আগের মতোই তাদের ঔদ্ধত্য। এই ঔদ্ধত্যের প্রকাশ ঘটল সম্প্রতি তাদের দলীয় মুখপত্র দৈনিক সংগ্রামের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সচিত্র এক প্রতিবেদনে যুদ্ধাপরাধী এবং বহু আগেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে 'শহীদ' বলে আখ্যায়িত করার মাধ্যমে। কাদের মোল্লাকে 'শহীদ' বলে উল্লেখ করার খবর পত্রিকাটিতে দেখামাত্র জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং ক্রোধান্বিত মানুষ ওই অফিসটি আক্রমণ করে বসে। ওই পত্রিকার সম্পাদককে পুলিশে হস্তান্তর করে আইন মোতাবেক শাস্তি প্রদানের দাবিতে। সঙ্গতই বিষয়টি মুক্তিযুদ্ধের অবিনাশী চিন্তা-চেতনায় বিশ্বাসী মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। কিন্তু সরকারকে দেখা গেল নির্বিকার।