প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভিআইপি, ভিভিআইপিসহ সব বিমানযাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, ‘যদি কেউ এ ক্ষেত্রে বাধা দেন, তাহলে ভবিষ্যতে তাঁর বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। নিরাপত্তার যে নিয়মাবলি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের সব যাত্রীকে সেটা মেনে নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের তৃতীয় টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। আজ বিমানবন্দরের যাত্রী পরিবহন এবং মালপত্র আনা নেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি একই সঙ্গে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’র উদ্বোধন করেন এবং বিশ্বের সব স্থান থেকে বিমানের টিকিট কেনার সুবিধাসংবলিত একটি মোবাইল অ্যাপসও অনুষ্ঠানে উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, ‘এখানে আমি স্পষ্ট বলতে চাই, এখানে আমাদের সংসদ সদস্য, মন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। আপনারা যখন বিদেশে যান, তখন যেভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়, ঠিক সেইভাবে আমাদের বিমানবন্দরে করতে হবে এবং সেটা সবাইকে মেনে নিতে হবে। সেখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না।’