ভারতের সর্বকনিষ্ঠ আইপিএস হলেন শ্রমিক পরিবারের সন্তান সাফিন
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০১
বাবা-মা শ্রমিক হিসেবে কাজ করতেন ছোট একটি ডায়মন্ড ইউনিটে। তবে ব্যবসায় মন্দায় সে কাজও চলে যায় তাদের। এ অবস্থায় মা বিভিন্ন রেস্টুরেন্ট ও কনভেনশন হলে রুটি বানানোর কাজ নেন। বাবা খুলে বসেন চায়ের দোকান। এরপরও অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা কাটতো না। সেখানে সন্তানের পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা। এমনো দিন গিয়েছে খাবার না পেয়ে না খেয়েই ঘুমিয়ে গেছে ছেলে।