বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সাঈদ আলী বলেছেন, বার বার কাঁচাপাট রফতানি বন্ধের সিদ্ধান্তেই ব্যবসায় ধস নেমেছে। ১৯৮৪, ২০১০, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে কাঁচাপাট রফতানি বন্ধ করা হয়। এর মধ্যে ২০১৩-১৫ সালে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে পাট ব্যবসায়ীরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তবে এ খাতে প্রধানমন্ত্রীর সুনজর থাকায় কাঁচাপাট ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে।