শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে ১২০ কোম্পানিকে চিঠি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ০৩:০০
শ্রমিকের কল্যাণে মালিকপক্ষের ব্যয়িত ৫ শতাংশ লভ্যাংশের একটি অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে বিদ্যমান শ্রম আইনে। যদিও এতে সাড়া দিচ্ছে না দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় আইন অনুসরণে প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে তাগাদা দিতে শুরু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর অংশ হিসেবে এ পর্যন্ত ১২০টি প্রতিষ্ঠানকে তহবিলে অর্থ জমা দেয়ার জন্য চিঠি দিয়েছে মন্ত্রণালয়।