খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম বড় পানছড়িতে ঢুকতেই চোখে পড়ে সারি সারি পানের বরজ। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেবল পান আর পান। কমপক্ষে দুই শ পানের বরজ রয়েছে সেখানে। গ্রামের ২৩১ পরিবারের সবাই কোনো নাকোনোভাবে পান চাষের সঙ্গে যুক্ত। পান চাষের আয় দিয়েই চলে তাদের সংসার।
পানছড়ি সদর থেকে ছয় কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি গ্রাম বড় পানছড়ি। গ্রামের মধ্যদিয়ে বয়ে গেছে বড় পানছড়ি...