চার বছর পার হলেও প্রভাস-আনুশকার ‘বাহুবলী’ নিয়ে আলোচনা ও উত্তেজনা কমেনি। গত শনিবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে দর্শকেরা দেখলেন ‘বাহুবলী-দ্য বিগিনিং’। ভারতের দক্ষিণি সিনেমার পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত সুপারহিট এ সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সব বয়সের মানুষ। ‘বাহুবলী’র হাত ধরে শুধু ভারত নয়, পুরো বিশ্বে পরিচিত হয়ে যান প্রভাস, আনুশকা, তামান্না ও পরিচালক এস এস রাজামৌলি। এই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার সিনেমা দেখানো হল লন্ডনের ঐতিহ্যবাহী রয়্যাল অ্যালবার্ট হলে। এর মাধ্যমে ১৪৮ বছরের প্রথা ভাঙলো ‘বাহুবলী’। মহেশমতি সা¤্রাজ্যের উত্থান-পতনের বর্ণময় কাহিনি দেখে করতালি দিয়ে ‘বাহুবলী’কে অভিবাদন জানালেন ব্রিটেনের সিনেমাপ্রেমী মানুষ। সিনেমা শেষে উঠে দাঁড়িয়ে নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানালেন, কুর্নিশ করলেন দর্শকেরা। ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর বিশেষ স্ক্রিনিং উপলক্ষে রয়্যাল অ্যালবার্ট হলে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজামৌলি, অভিনেতা প্রভাস-রানা দাগ্গুবতী, অভিনেত্রী আনুশকা শেঠি। বিদেশের মাটিতে ভারতের শিল্পের এমন কদর দেখে আপ্লুত হয়ে পড়েন তারা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। বিদেশের মাটিতেও জনপ্রিয়তার নিরিখে শীর্ষে ছিল বাহুবলী। এই ছবির দ্বিতীয় পার্ট ‘বাহুবলী ২’ও সুপার ডুপার হিট।