স্বাধীনতার পূর্বেই বাংলাদেশে পশ্চিমা ধাঁচের বিটলসের মতো ব্যান্ডসংগীত বাংলায় প্রবেশ করে। সে সময় খুবই ধনাঢ্য পরিবারের সন্তানরাই রক গানের চর্চা করতেন। দামি দামি আইবানেজ গিটার ছাড়াও অন্য সরঞ্জাম তো আমেরিকা, জার্মানি, কানাডা থেকে আনাতে হতো। বীর মুক্তিযোদ্ধা আজম খান ব্যান্ডসংগীতকে একেবারে অতি সাধারণের কাছে পৌঁছে দিলেন। এর মধ্যে ওয়ারফেজ, মাইলস, রকস্ট্রাটাসহ অসংখ্য ব্যান্ড। তখন এখনকার মতো প্র্যাকটিস প্যাড ছিল না। এখন সকল সরঞ্জাম সিটি কলেজের সামনে পাওয়া যায়। তখন এত ভালো প্রসেসর ছিল না। লিড অ্যাম দিয়েই লড়াই শুরু হয়।…