ওয়াহিদুল হক
রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠতম শিক্ষক, ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা
ওয়াহিদুল হক তাঁর জীবনব্যাপী কর্মতৎপরতার মাধ্যমে জাতির সাংস্কৃতিক রুচিবোধ তৈরির নিরন্তর প্রয়াস চালিয়েছেন। এ ছাড়া দেশের জাতীয়ভাবে ভূমিকা পালনকারী অনেক প্রতিষ্ঠান ও সংগঠনের তিনি প্রধান উদ্যোক্তা। পাকিস্তানি শাসকগোষ্ঠী রবীন্দ্রসংগীতকে হিন্দু সংস্কৃতি অভিহিত করে অপপ্রচার ও পাকিস্তানে তা নিষিদ্ধ করলে এর প্রতিবাদে মাঠে নেমেছিলেন তিনি। ১৯৬১ সালে ঢাকায় রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালন এবং তারই ধারাবাহিকতায় সে বছরই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ছায়ানট। ওয়াহিদুল হক রবীন্দ্রসংগীতের শ্রেষ্ঠতম শিক্ষক হিসেবে স্বীকৃত ছিলেন। সারা দেশে রবীন্দ্রসংগীত চর্চাকে বিস্তৃত করার জন্য ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ'। প্রমিত বাংলা উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন 'কণ্ঠশীলন'। প্রায় ৪৭ বছর আগে এ দেশে যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূত্রপাত করে, তারও উদ্যোক্তা ছিলেন ওয়াহিদুল হক। ঋতি্বক ঘটক পরিচালিত কালোত্তীর্ণ চলচ্চিত্র 'তিতাস একটি নদীর নাম'-এর সংগীত পরিচালনা করেন ওস্তাদ বাহাদুর হোসেন খাঁর সঙ্গে যৌথভাবে। সংগীতের সঙ্গে ৫৫ বছরের গেরস্থালি শেষে ৭৪ বছর বয়সে ২০০৭ সালের ২৭ জানুয়ারি তিনি মারা যান।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন