বিক্রম ঘোষ
তবলা বাদক
জন্ম ২০শে অক্টোবর ১৯৬৬। ভারতীয় বাঙালি তবলা বাদক। তিনি তবলাগুরু শঙ্কর ঘোষের পুত্র। তিনি হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত এবং ফিউশন সংগীত প্রস্তুত করেছেন। তাঁর সংগীত গভীরভাবে পাতিয়ালা ঘরানার, খেয়াল ও ঠুমরি দ্বারা প্রভাবিত। বিক্রম ঘোষ সংগীত এবং সংস্কৃতিকে নতুনভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পরিচিত। তিনি সংগীত ঘরানার একটি সুবিশাল ক্ষেত্রে নিজেকে সংপৃক্ত করেছেন। শাস্ত্রীয়, রক, আধুনিক , ফিউশন সংগীত থেকে নিয়ে চলচ্চিত্রের সংগীত পর্যন্ত।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন