‘চ্যানেলটি নিয়ে সামনে আরো কিছু কাজ করবো’

মানবজমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০০:০০

ইয়ামিন হক ববি। ঢালিউডের এই নায়িকা এরইমধ্যে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘স্বপ্নছোঁয়া’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘রাজা বাবু’, ‘ব্ল্যাকমেইল’, ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’, ‘নোলক’সহ বেশকিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি ‘নোলক’ ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। সদ্য হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জয়লাভ করেছেন ববি। তিনি এবারের নির্বাচন নিয়ে বলেন, আমি খুবই আনন্দিত। কারণ অনেক বছর পর নির্বাচন হলো। বেশ সুষ্ঠুভাবে এটি হয়েছে। চলচ্চিত্রের সমস্যার একটা অংশ এই নির্বাচন হওয়াতেই সমাধান হয়ে গেল। আর প্রথমবার প্রযোজক হিসেবে প্রার্থী হয়ে জয় পেয়েছি। এটা তো অনেক আনন্দের। কারণ প্রযোজক হিসেবে আমি একেবারেই নতুন। এখানে যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে কমিটিতে একসঙ্গে থেকে শিখতে ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই। মাঝে নতুন একটি ছবির শুটিংয়ে ভারতে ছিলেন ববি। তার অভিনীত এ ছবিটি কলকাতার একটি প্রোডাকশনের। নাম ‘রক্তমুখী নীলা’। ববি এ প্রসঙ্গে বলেন, আসলে এর আগেও কলকাতার ছবিতে কাজের কথা হয়েছিল। তবে তখন ব্যাটে বলে মিলেনি। ‘রক্তমুখী নীলা’র মাধ্যমে এবার কলকাতার ছবিতে কাজ করা হলো। বিষয়টি আমার জন্য সত্যিই আনন্দের। এ ছবির গল্প, গান, অ্যাকশন এককথায় অসাধারণ। এমন ছবিতে কাজের অভিজ্ঞতা সত্যিই আলাদা। এ ছবিতে ববির বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। ছবির কাজ শেষ হয়েছে। এটি পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি। এদিকে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি সবশেষ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। সামনে ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি মুক্তি পাবে তার। ববি বলেন, এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বেপরোয়া’ নামে একটি ছবি সামনে মুক্তি পাবে তার। আসছে  কোরবানির ঈদে এ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন রোশান। ববি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’ এর নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে ‘বিজলী’ ও ‘নোলক’ ছবির গানগুলো প্রকাশ করেছেন। ববি বলেন, সবশেষ ‘নোলক’ ছবির গানগুলো দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। বিশেষ করে ‘জলে ভাসা ফুল’, ‘চুপি চুপি’, ‘শীতল পাটি’ গানগুলো দর্শকরা এখনো দেখছেন। প্রতিদিনই চ্যানেলে ভিউ বাড়ছে। ইউটিউব চ্যানেলটি নিয়ে সামনে আরো কিছু কাজ করবো।  এই ইউটিউব চ্যানেলে দর্শকরা বেশকিছু ভালো কনটেন্ট পাবেন। ববির কাছে জানতে চাওয়া, নতুন ছবি হাতে নেওয়ার আগে কোন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন? জবাবে এই তারকা বলেন, প্রথমে আমি দেখি ছবির গল্পটা মৌলিক না কপি-পেস্ট ধরনের। মৌলিক গল্পের ছবিতে দর্শকরা ভিন্নতা খুঁজে পায়। তাই এ ধরনের গল্পকে পছন্দের তালিকায় এগিয়ে রাখি সবসময়। এরপর বাজেট, কো-আর্টিস্টসহ বাকি বিষয়গুলো নিয়ে ভাবি।  মোটকথা আমি বেছে বেছে ছবিতে কাজ করার চেষ্টা করি। আর সবসময়ই কাজে ব্যস্ত থাকতে হবে এমন না। বেছে বড় পর্দার কিছু ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। এই তো। সামনে বি হ্যাপি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন একটি ছবিতে কাজ করার কথা চলছে। সব চূড়ান্ত হলে জানাবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us