চাঁদপুর: ভরা মৌসুমে বড় আকারের ইলিশের দেখা না মিললেও ছোট (স্থানীয় ভাষায় টেম্পু) আকারের ইলিশে সয়লাব চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য আড়ৎ বড়স্টেশন মাছঘাট। জেলার মতলব উপজেলার উত্তর থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলেদের জালে ধরা পড়ছে এসব ছোট আকারের ইলিশ। যা আড়তে তোলার সঙ্গে সঙ্গে পাইকাররা কিনে নিচ্ছেন।