মানো, নাহয় মরো। রাজতান্ত্রিক শাসকেরা প্রজাদের ‘অনুগত’ রাখতে এই কঠোর কৌশল প্রয়োগ করেন। তাঁরা কথায় কথায় প্রজার প্রাণ নেন। ‘প্রাণদণ্ডকে’ মসনদ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। সৌদি আরবের কিশোর প্রজা মুর্তাজা কুরেইরিসের ভাগ্যেও ঠিক একই ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। লিখেছেন সাইফুল সামিন।