চীনে উৎপত্তি। এরপর এই আবিষ্কার দুই হাজার বছর নিজেদের মধ্যেই রেখে দেয় চীনারা। প্রস্তর যুগের শেষ প্রান্তে সিল্কের আবিষ্কার চমকে দেয় সারা দুনিয়াকেই। খুব ধীরে হলেও একসময় এর বিস্তার ঘটতে থাকে অন্যান্য দেশে। সিল্ক নিয়ে আমাদের ইতিহাসও কম গর্বের নয়। বাংলাদেশের মসলিনের জয়জয়কার এখনো। সিল্কের নানা ধরন। নানা নাম। কিন্তু প্রকাশ একই রকম। আভিজাত্য। শাড়িতে যেন সেটা ফুটে ওঠে শতকরা ১০০ ভাগ।
সিল্কের শাড়িতে করা...