খাবারে পোকা পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও ভারতীয় রেলের পরিবেশিত খাবারে আরশোলা সহ বিভিন্ন পোকা-মাকড় পাওয়া গিয়েছে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার করা খাবারেও কিন্তু পোকা পাওয়া গিয়েছে। এ বার একটি পিৎজ়ার ছবি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) সম্প্রতি ভাইরাল হলো ইন্টারনেটে। পিৎজ়ার একটা টুকরো তুলতেই দেখা গেল, তাতে কিলবিল করছে পোকা। সঙ্গে সঙ্গে তার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যুবক।
সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে ‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘মধ্যপ্রদেশের এক যুবক পিৎজ়া অর্ডার করেছিলেন। এর ভিতরে পোকা খুঁজে পান।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, অর্ডার করা পিৎজ়া বাড়িতে চলে এসেছে। তার পর খাওয়ার জন্য নিজেরা পিৎজ়ার টুকরো ভাগ করছেন। সেই পিৎজ়ার একটা টুকরো ছিঁড়তেই দেখা গেল কী যেন একটা কিলবিল করছে পিৎজ়ার ভিতরে।