লিভার হলো শরীরের অন্যতম কঠোর পরিশ্রমী অঙ্গ। এটি অক্লান্তভাবে টক্সিন ফিল্টার করে, চর্বি বিপাক করে এবং হজমে সহায়তা করে। যদিও আমরা ভাবতে পারি যে আমাদের পছন্দের পানীয়গুলো ক্ষতিকারক নয়, তবে কিছু জনপ্রিয় পানীয় ধীরে ধীরে লিভারের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
কিছু পানীয় আছে যেগুলো নিয়মিত পান করলে তা লিভারের ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে চর্বি তৈরি, প্রদাহ বা লিভারের রোগ বাড়িয়ে দেয়। চলুন জেনে নেওয়ায যাক এমন ৪টি পানীয় সম্পর্কে-