ছাগলনাইয়ায় দুই কোটি ৪০ লাখ টাকার যৌন উত্তেজক ওষুধ আটক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০০:০০
ফেনীর ছাগলনাইয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণের ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ আটক করেছে। গতকাল ভোরে ছাগলনাইয়ার যশপুর সীমন্ত এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকার যৌন উত্তেজক ওষুধ আটক করে। ফেনীস্থ ৪ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার যশপুর সীমন্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্তের দক্ষিণ যশপুর এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ভারতীয় যৌন উত্তেজক ‘টার্গেট’ ট্যাবলেট ৫৯ হাজার ৮৪০ পিস ও ‘সেনেগ্রা’ ট্যাবলেট এক লাখ ২০ হাজার পিস আটক করে। বিজিবি আরো জানায়, আটককৃত ওষুধের আনুমানিক মুল্য দুই কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত ওষধগুলো ফেনী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।