সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। গতকাল বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে কয়েক দিন থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে। পদবঞ্চিত নেতারা কয়েক দফা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার বিকালে সেই তালা খোলেন নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিএম সিরাজ। সংবাদ সম্মেলনের আগে তিনি সাবেক দলীয় নেতাকর্মীদের সঙ্গে কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। এ ময় তিনি বলেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি। দেশনেত্রীর কারামুক্তির জন্য আপস নয়, দরকার সংগ্রাম আন্দোলন। আর এই আন্দোলন ও সংগ্রামের সূচনা করতে হবে বগুড়া থেকেই। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি বিকাল ৪টার দিকে নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন এবং সবার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আরো বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এক্ষেত্রে নতুন ও পুরাতন কমিটির সবাইকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।