অর্থ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের নারী কর্মকর্তা গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০০:০০

রাজধানীর ক্যার্ন্টমেন্ট এলাকায় ফ্ল্যাট কিনে দেয়ার নামে সহকর্মীর বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক মিরপুর ১০ শাখার সিনিয়র অফিসার লিমা খানমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে তাকে তার কর্মস্থল থেকে মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।  মামলা সূত্রে জানা যায়, একই ব্যাংকের যমুনা ফিউচার পার্ক শাখার সিনিয়র অফিসার হাফিজুর রহমানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে লিমা খানম তার পারিবারিক একটি ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন। লিমা খানমের এ প্রস্তাবে রাজি হয়ে হাফিজুর রহমান ব্যাংকের চেক ও নগদ বিভিন্ন সময়ে প্রায় ৩২ লাখ টাকা পরিশোধ করেন। টাকা দেয়ার পর ফ্ল্যাট না বুঝে দিয়ে লিমা নানা ধরনের টালবাহনা শুরু করে। এক পর্যায়ে টাকা না দিয়ে হুমকি-ধমকি দেন লিমা। এ বিষয়ে হাফিজুর রহমান আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই আতিকুর রহমান বলেন, অর্থ আত্মসাতের অভিযোগের একটি মামলায় লিমা খানমকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us