আসিফুজ্জামান পৃথিল : ইন্টারনেটে সাম্প্রদায়িক উগ্রতা এবং জঙ্গীবাদ রোধে নিউজির্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডের্নের প্রস্তাবিত ‘ক্রাইস্টচার্চ কল’-এ স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ ১৭টি দেশ এই ঘোষণায় স্বাক্ষর করলেও বাকস্বাধীনতার ধুয়া তুলে এড়িয়ে গেছে দেশটি। আমাজন, গুগল এবং ফেসবুকের মতো টেক জায়ান্টরাও এই ঘোষণায় স্বাক্ষর করেছে। ভক্স, ডেইলি সাবাহ্ । গত বুধবার ‘ক্রাইস্টচার্চ কল উন্মোচন …