রায় টেনে মোদিকে ‘চোর’ বলে সুপ্রিম কোর্টে ক্ষমা প্রার্থনা রাহুলের
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০০:০০
ভারতের বিতর্কিত রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের মামলাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। গতকাল বুধবার সুপ্রিম কোর্টকে রাহুল বলেন, মোদিকে নিয়ে করা মন্তব্যে অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত মামলার রায় টেনে আনেন তিনি। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।খবরে বলা হয়, গত ১০ই এপ্রিল রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি। তারপরেই সুপ্রিম কোর্টকে অবমাননার মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। শুক্রবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে নিজেকে ‘চৌকিদার’ পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছেন মোদি। তার বিরুদ্ধে রাফাল চুক্তি নিয়ে আগেও অভিযোগ তুলেছিলেন রাহুল। বলেছিলেন, এই চুক্তিতে গুটিকয়েক ব্যবসায়ীকে সরকারি সুবিধা দিয়েছেন তিনি।এদিকে, শুনানির আগেই একটি তিন পৃষ্ঠার হলফনামা জমা দিয়েছেন রাহুল। তাতে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। এর আগে আদালতের কাছে ক্ষমা চাইলেও তা যথাযথ হয়নি বলে জানিয়েছেন বিচারকরা। হলফনামা দিয়ে তার মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে বুধবার হলফনামা জমা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।