কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক চ্যানেলে নিজের গান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন দেশের গুণী রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। রবীন্দ্রজন্মবার্ষিকী উপলক্ষে নাগরিক টিভির একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। এ ছাড়াও অণিমা রায়ের নির্দেশনায় সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাটক ‘চিত্রাঙ্গদা’। এ নাটকটি আজ রাত ১২ টায় দীপ্ত টেলিভিশন প্রচার করবে। অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে গত কয়েকবছর ধরেই সফলভাবে বার্ষিক সংগীতউৎসব পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই ‘চিত্রাঙ্গদা’। এ প্রসঙ্গে অণিমা বলেন, আমরা প্রায় ৪ মাস টানা রিহার্সেল করে ‘চিত্রাঙ্গদা’ নাটকটি মঞ্চে এনেছি। এটা কঠোর অধ্যবসায়ের জন্যই সম্ভব হয়েছে। আমার ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মঞ্চ নাটকটির প্রদর্শন এবারের জন্মজয়ন্তীতে দর্শকদের জন্য বিশেষ একটি উপহার। এর বাইরে একাধিক চ্যানেলে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আলাপচারিতায় অংশ নিয়েছেন দেশের এই বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী। এর ভেতরে এটিএন বাংলায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একমঞ্চে গাইলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অণিমা রায়। এর মাধ্যমে অণিমা প্রথমবারের মতো তার দুই শিক্ষকের সঙ্গে পারফর্ম করলেন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আগামী কাল রাত ৮ টায় প্রচার হবে এই অনুষ্ঠানটি। শিমুল মুস্তাফার উপস্থাপনা ও রুমানা হকের পরিচালনায় এই অনুষ্ঠানের নাম ‘শোনো তাঁর শুধাবাণী’।