আসিফ হাসান কাজল: ঢাকা বিশ্ববিদ্যালয় নাটমণ্ডলের হল ঘরে সময় রাত ৯.৪০। একটি মঞ্চ নাটকের মঞ্চায়ন সবে মাত্র শেষ হলো। রঙ্গীন বাতির আলো ও সূরের মূর্ছনায় হলঘর জুড়ে বসে থাকা দর্শক তখনও বিপ্লবী চেতনাই বুদ হয়ে রয়েছে। যার স্বরণে এই আয়োজন তিনি এক সশস্ত্র নারী যোদ্ধা, এক সৃষ্টি, এক ইতিহাস, এক দেশপ্রেমী বঙ্গকণ্যা। বৃটিশ বিরোধী আন্দোলনের …