প্রাণ চঞ্চল এফডিসি আজ অনেকটাই নিশ্চুপ। শোকের ছায়ায় ঢেকে গেছে চারপাশ। যে মানুষটির কর্মকাণ্ডে হাসি দমিয়ে রাখা কষ্টকর, আজ সেই মানুষটিকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। যে মানুষটি এলে মাতিয়ে রাখতেন সবাইকে, তার নিথর দেহে আজ গভীর ঘুম। এমনটি মেনে নিতে পারছেন না কেউ। তাই তো চারদিকে কান্নার রোল। প্রিয় সহকর্মীকে শেষ বিদায় দিতে কলাকুশলীদের সবাই ছুটে এসেছেন এফডিসিতে। এফডিসির প্রযোজক সমিতির সামনে সকাল ১১টায় রাখা হয় টেলি সামাদের মরদেহ। তার মরদেহে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তথ্য মন্ত্রনালয়, বাংলাদেশ চলচ্চিত্র…