হাসান শান্তুনু : চুলা জ্বলে না, চাল নেই। ক্ষুধা মেটানোর ভাত নেইÑ কী ভয়ানক অভাব! জলিরা প্রাণ টেকাতে ভাত চুরি করে। দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণায় বিষিয়ে ওঠা জীবনের নারীরা শুধু কয়েক মুঠো ভাতের আশ্বাস পেয়ে পরপুরুষের ঘরে যাচ্ছেন। দর্শকের চোখ ভিজে আসছে অভাবতাড়িত জীবনগুলোর নিত্যদিনের ভাতের ক্ষুধা মেটানোর সংগ্রামের গল্পে। এক দৃশ্যে জোকারের রংচড়া পোশাকে …