নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে শুক্রবার সন্ত্রাসী হামলায় হুসনে আরা পারভীনের অসুস্থ স্বামী বেঁচে গেলেও নিহত হন তিনি। আজ শনিবার সাংবাদিকদের কাছে স্ত্রীর স্মৃতিচারণ করলেন ফরিদ উদ্দিন আহমদ। ফরিদ উদ্দিন আহমদ বলেন, হুসনা বাই বর্ন লিডার ছিলেন এবং ও অত্যন্ত দক্ষ ও অত্যন্ত যত্নশীল মানুষ। ওর এ দর্শন নিয়ে ও সবসময় বাংলাদেশিদের নিয়ে কাজ করতো। দীর্ঘদিন নিউজিল্যান্ড থাকলেও তাদেরকে অভিবাসী হিসেবে দেখা হয় বলে দাবি করেন প্রবাসী ফরিদ উদ্দিন। তিনি বলেন, আমরা যতই বিদেশি হই না কেন এখানে আমরা পুরোপুরি…